
গুলশান আরা রুবী’র কবিতা- ফুল
শুকনো ফুলের পাঁপড়ি যেমন ঝরে পরে মাটির তরে ,
তেমনি করে আমিও একদিন চলে যাবো দুনিয়ার ছেড়ে অন্ধকার কবরে।
দুইদিনের এই ভুবনের জীবন নদী পাড়ি দিতে
হয়েছি কত পাপি ক্ষণিকের জীবন তবে কেন এমন।
আজ ভেঙে পরেছে আমার অন্তর বড্ড কাতর
এইতো জীবন॥
আর কি ফিরে পাবো সেই ভালোবাসার রঙিন দিন গুলো যা হারিয়ে গিয়েছে জীবন থেকে
হাজারো ব্যথা নিয়ে বুকে ঘুমরে ঘুমরে চাপা কান্নার চেপে বেড়াই মন উল্লাসে ।
এ জীবনে আর কি পাবো ফিরে সেই তাজা ফুলের ঘ্রাণ
যে ঘ্রাণ আমার সাথে মিশে আছে হৃদয়ের ঘরে।।
ভুলে ভুলে জীবন আমার ভুলের নাইকো শেষ
আর কতকাল দিয়ে যাব সেই ভুলেরি মাশুল কখন শেষ হবে প্রভু ।
পড়ন্ত বিকেলের মত হবে যে মরণ, সে যে আমায় পিছু ডাকে
সূর্য ডুবার সাথে চলে যাবো আমি একদিন তার ডাকে ।
কত বৃষ্টি কত ঝর কত তুফান বয়ে গিয়েছে মাথার উপরে
চাঁদের বুকে জ্যোৎস্নার আলো ঢাকছে যেমন কালো আধাঁরে ।
বিশ্ব ভ্রমাণ্ডে এ জীবন আজ দিশেহারা
রঙের দুনিয়া পেয়ে ভুলে গিয়েছি আসল জীবনের ঠিকানা।