
গুলশান আরা রুবী
প্রেমময় তুমি ভুবনে মহামায়ায় জালে ঝরালে আমার এ হৃদয়।
সবার উপরে মানব জীবন এ কথা সত্য সবাই জানি
তবুও তার উপরে মানুষের মায়া জালে প্রেম অনন্ত।
তুমি প্রেমময় দিয়েছো এ শ্যামল ধরণী বুকে কত রতন
প্রেম দিয়েছো মানবের অন্তরে জীবের হৃদয়ে প্রকৃতি মাঝে রঙিন করেছো মন।
তুমি প্রেমময় দিয়েছো বলে সু্ন্দর ধরণীতে,
তুমি দিয়েছো সব সুখ স্বর্গীয় যত আয়োজন রজনীতে ।
প্রেম নিয়ে কেউ করিও না কোনো ছলনা
সেই যে প্রেমময় তার প্রেমের নেই কোন উপমা,
এমন প্রেমকে নিয়ে করো না যখন তখন খেলা
যে প্রেমময় প্রেম হৃদয়কে রক্ত করণ করে !
সে প্রেমময় প্রেমে বুকে মাঝে হাজারো বরফের স্তুপ জমা করে ,
এ প্রেমময় প্রেম সুখ দুঃখের সাথী হয়ে বেঁচে থাকে মনে ঘরে।
যে প্রেমের নেই কোন তুলনা এ জগৎ সংসারে
সেই প্রেমময় প্রেম দুনিয়ার সুখের বহতায় নদী বহে কুলকুল করে ।
সেই প্রেম যদি হয় প্রেমময় প্রেমেরই মতন
তবে করবো আমি প্রেমময় প্রেমের যতন।
আরও পড়ুন: ময়মনসিংহে নগর স্বাস্থ্যকেন্দ্র ও পানির পাম্প উদ্বোধন