
গুলশান আরা রুবী
১৯৭১ সালের রক্ত পাত হয়েছিল
রাজপথ নদী নালা রক্তের লাল
আর মানুষের লাশ ,
স্বাধীনতা জন্য ভাষা এলো
লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে
যেমন হয়েছিল এখন আবার হল।
মূত্যুর প্রতিবাদ সমাজের কাছে
সরকারে কাছে ড্রাইভারের কাছে
ওরা এসেছে দাবী আদায়ে ,
চায় না আর রক্তের বাগান
ফুল ফুটার আগে ঝড়ে যায় কত কলি।
আর ঝড়াতে চায় না ফুলের কলি
তাই জেগেছে তরুন দল ,
নেমেছে আন্দোলনে রাজ পথে
সালাম ,বরকত,রফিক,জব্বার
সাহস নিয়ে নেমেছিল ঠিক তেমনি তারা ও নেমেছে ,
রক্ত নিয়ে করেছে খেলা যারা করবে এবার দামাল ছেলেরা তাদের প্রয়ান।
রক্ত ছুঁসে খেয়েছে যারা জনগনের
এবার ভাঙবে তারা প্রতিবাদের খেলা।
দেখবে তারা অপরাধী কারা
পড়িয়ে দেবে কলংকিনীর মালা ,
যাইনি কানে চালকের সে আর্তনাদ
বিধাতা ঠিকই শুনেছেন
তাই ফুল গুলো ফুটে উঠেছে ।
আর কত আর কত বহিবে রক্ত বাংলার পথে
কত মায়ের বুক কালি করে নিবে কেড়ে তাদের প্রান ,
কত মায়ের বুক পাটা কাঁন্নার ঢেউ বহিবে অন্তরে
কত বাপের বুকে চাঁপা কষ্ট নিয়ে
করিবে দাপন নিজ সন্তানের
তাদের কি সহ্য হয় প্রানে
কোন কস্ট বেঁচে আছে তারা ।
মুক্ত স্বাধীন দেশ গড়তে হলে
সেই সাহসী দামাল ছেলেদের প্রয়োজন
এমন ছেলে যেন হয় প্রত্যেক মায়ের গর্বে ,
আমি গর্বিত সেই মায়েদের জন্য
এমন ছেলে প্রসুতির দেয়া
আমি ধন্য আমি ধন্য তোমাদের জন্য।
আরও পড়ুন: সাঁথিয়ায় আ.লীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা