কেন্দুয়ায় সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত
নেত্রকোনার কেন্দুয়ায় সাহিত্য সংস্কৃতি বিষয়ক সংগঠন চর্চা সাহিত্য আড্ডার আয়োজনে সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবে এআসর অনুষ্ঠিত হয়।
চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী রহমান জীবনের পরিচালনা ও সভাপতিত্বে আসরে বাউল বিষয়ক আলোচনায় অংশ নেন, গীতিকবি মির্জা রফিকুল হাসান, বাউল কবি আব্দুল আহাদ খন্দকার প্রমূখ।
আড্ডার সমন্বয়ক সাংবাদিক ছড়াকার জিয়াউর রহমান জীবন তাঁর স্বাগত বক্তব্যে বাউল বিষয়ক আলোচনায় বলেন, বাউল গান বাংলার ঐতিহ্যবাহী লোকায়ত সংগীতের একটি অনন্য ধারা। এটি বাউল সম্প্রদায়ের নিজস্ব সাধনগীত। আবহমান বাংলার প্রকৃতি, মাটি আর মানুষের জীবন জিজ্ঞাসা একাত্ম হয়ে ফুটে বাউল গানে। আরো ফুটে ওঠে সাম্য ও মানবতার বাণী।
এসময় আলহাজ্ব আতিকুর রহমান ভূইয়া একাডেমির শিক্ষক অনুকুল চন্দ্র সরকার, আবৃত্তি শিল্পী সৈয়দা আফজালুন্নেছা রুমী, কবি কাউসার হোসেন জানু ও শিল্পী মাহমুদুর রহমান রোকন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কেন্দুয়ায় সার্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভা অনুষ্ঠিত