কষ্ট যেন হয় মাধুরী রাত
কষ্ট বহে বেড়ায় এ হৃদয় ঘরে যখন তখন
সে কষ্টতে অন্তর হয় ক্ষত- বিক্ষত তাই ভিজে নয়ন ।
উড়াল পাখির মত কষ্ট যদি উড়তে পারতো
তা হলে হৃদয়ের সবটুকু কষ্ট নীল আকাশে উড়তে বেড়াতো ।
কষ্ট নামের ব্যথা গুলো মানুষের ভিতরে
সব কিছু এক এক দেয় যে নষ্ট করে ,
কষ্ট নামের যন্তণা যদি না হত তা হলে
ব্যথা কি বুঝা যেত এ ভুবনে খোলা হলে।
তাই তো নিজের কষ্ট নিজেই সয়ে যেতে হয় ধারাবাহিকতায়
নিজের মনের কষ্ট নিজের বুক জমিনে পুষে রাখতে হয় প্রতিনিয়ত
অতি যত্ন করে কেউ কারো অন্তরের ব্যথা নিতে পারে না,
একজন আরেক জনকে কথা বলে শেয়ার করা যায় তবে ভাগ দেয়া যায় না।
কেমন এক যন্ত্রণা দায়ক সে শুধু তার অন্তরের ভিতর জানে
মন শুধু অনুভব করতে পারে কিন্তু কিছু তার ভাগ নিতে পারে না।
তবুও আমরা সে মনকে অন্য দিকে
ফিরিয়ে নিয়ে ভুলতে চেষ্টা করি
কিন্তু কতটুকু সময় ভুলে থাকতে পারি।
সে কষ্ট যে কোন সময় হৃদয়ের ঘরে
আঘাত করে এমন ভাবে
যা প্রকাশ করার ভাষা নাই ।
কষ্ট নামের কষ্ট গুলো হয় যেন
মাধুরী রাত
কষ্ট নামের কষ্ট হয় যেন চাঁদনী প্রশরে
শুভ প্রভাত ।
আরও পড়ুন: ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক মন্ডলের এক বছরের কারাদণ্ড