মেজর শাহরিয়ার হোসেন খান আরিফ। ছবি: সংগৃহীত
নেত্রকোণার বারহাট্টার কৃতি সন্তান মোঃ শাহরিয়ার হোসেন খান আরিফ কে ক্যাপ্টেন পদ হতে মেজর পদে পদোন্নতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
মোঃ শাহরিয়ার হোসেন খান আরিফ বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আফজল হোসেনের ছেলে এবং বারহাট্টা সদরের বাসিন্দা।
মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনী আনুষ্ঠানিক ভাবে তাকে ক্যাপ্টেন পদ হতে মেজর পদে পদোন্নতি প্রদান করেন। মোঃ শাহরিয়ার হোসেন খান আরিফ ২০১০ সালে বারহাট্টা সি.কে.পি. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের থেকে বিজ্ঞান বিভাগে গোন্ডেন এ প্লাস পেয়ে এস.এস.সি পাশ করেন।
পরে তিনি ময়মনসিংহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে থেকে ২০১২ সালে এইচ.এস.সি পাশ করার পর ২০১৪ সালে ৭৩ বি.এম.এ লং কোর্সে যোগদান করেন। পরবর্তীতে ২০১৫ সালে ডিসেম্বর মাসে কমিশনার পদে বাংলাদেশ সেনাবাহিনী পদোন্নতি লাভ করে।
যোগদানের পর থেকে তিনি অত্যন্ত সততা ও কর্তব্য নিষ্ঠার সহিত তার উপর অর্পিত দায়িত্ব পালন করে আসছিলেন। তারই ফলশ্রুতিতে কমিশনার থেকে ক্যাপ্টেন, ক্যাপ্টেন থেকে আজ তিনি মেজর পদে পদোন্নতি লাভ করেছেন।
মেজর শাহরিয়ার আরিফ জানান, আমি ২০১৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ১ম যোগদান করি। যোগদানের পর হতে আমার উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত সততা ও কর্তব্য নিষ্ঠার সহিত পালন করে আসছি। ফলশ্রুতিতে আমাকে বাংলাদেশ সেনাবাহিনী মেজর পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
মেজর শাহরিয়ার আরিফের পিতা অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আফজল হোসেন জানান, আমি আমার সন্তানের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করি, ছেলের সুস্থতাসহ চাকুরীর বাকী সময়টুকু সততা ও নিষ্ঠার সহিত অর্পিত দায়িত্ব পালন করতে পারে।
আরও পড়ুনঃ দুর্গাপুরে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় যুবক জেলহাজতে
লতিবুর রহমান খান