গুলশান আরা রুবী
জীবন হলো একটি জ্বলন্ত মোমবাতির মতো
যতদিন দেহে প্রাণ আছে ততদিন সে জ্বলবে জ্বালানির মতো।
মাঝে মাঝে যখন কল কব্জায় জংকার ধরে তখন তার চকচকে জৌলুশ হারিয়ে ফেলে,
তেমনি মানব দেহটাতেও যখন জোড়ায় জোড়ায় জংকার ধরে তখন রথ আর চলে না।
মানুষের ভেতরের
মনটা কাচের মতো নয় তবুও কিছু মানুষের কথায় মনটা কাচের মতো ভেঙে চুরমার হয়ে যায়।
আবার কখনো কাঁটার আঘাতে হৃদয়ে রক্তক্ষরণ হলেও,
আবার ফুলের আঘাতে চিরতরে শেষ যায় দুটি জীবনের বন্ধন।
স্বপ্নগুলো পাখি মত নয় তবুও উড়ে যায় কোনো দুর আকাশে,
মানুষ কোন আকাশের রংঙ্গের মত নয় তবুও কেন বদলে যায়।
আরও পড়ুন: প্রেমময় তুমি