শোকাবহ আগষ্ট
আজ ১৫'ই আগষ্ট কালো রাত
হে প্রিয় বঙ্গবন্ধু দিয়েছ দেশের জন্য নিজের স্বজন সহ প্রাণ।
তুমি ছিলে জনগণের শীর্ষ নেতা
তুমি ছিলে বীরশ্রেষ্ঠ উজ্জ্বল নক্ষত্র,
তুমি ছিলে সকলের ভালোবাসার উদারচিত্ত
দিয়েছ প্রিয়জনের জন্য নিজের প্রাণ উৎসর্গ
চেয়েছ দেশের শান্তি, মায়ের শান্তি,
জনগনের শান্তি চাওনি কিছু নিজের জন্য ,
তুমি মহান,তুমি চির অম্লান,
তুমি অহংকার,বাঙ্গালী জাতির।
তুমি জনগণের শীর্ষ নেতা
স্বৈরাচারী হাতে জুলুম হয়েছিল এই নিশিতে,
ভুলা যাবে না কখনো তোমাকে
জীবিত হয়ে রবে বাংলার বুকে।
তুমি চির অম্লান আজ শুনী তোমার সেই বজ্রকন্ঠের ধ্বনি সেই উচ্চারিত কন্ঠের সুর
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
সেই ভাষণ বেঁচে থাকবে জনতার হৃদয়ে আজীবন
তুমি করে গিয়েছ মুক্ত মাতৃকার স্বাধীনতা জনগণের স্বাধীনতা
তুমি রবে সবার স্মরণে সারাজীবন ভর।
এমন নেতা আবার যেন জন্ম হয় বাংলার বুকে।
আজ তোমার দেয়া স্বাধীন দেশে নেই কোন স্বাধীনতা
নোংরা রাজনীতিতে ভরে গেছে
এই স্বাধীন বাংলার সরলতা।
কাঁদছে মায়ের বুক
আবার কবে হবে সুখ,
কাঁদছে তোমার আত্মা কাঁদছে সকল শহীদের প্রাণ।
আজ অত্যাচার অবিচারে ছাড়িয়ে গিয়েছে দেশ
ইতিহাসের পাতায় পড়ছে রক্তের দাগ
কাঁদাচ্ছে মুক্ত স্বাধীনতার বুক ,ওরা কারা?
তোমার উজ্জ্বলিত নামে কলংক করছে কারা।
যদি আর কিছু দিন বেঁচে থাকতে
তা হলে আরো কিছু ভালো উপহার দিয়ে যেতে
তবু আমরা ধন্য তোমার'ই জন্য
তুমি মহান দিয়েছ মায়েদের মুখে ফোটা হাসি
চেয়েছ জনগণের খুশী নিজের জন্য চাওনি কিছু
মুক্ত স্বাধীন বুকে আসবে আরো কত নতুন প্রজন্মের ফসল,
তবে তারা কি পাবে সেই স্বাধীনতা
মুক্ত দেশের মুক্তির স্বাধীনতা ;
তুমি ধন্য তুমি ধন্য করে গিয়েছে বাংলার মানুষের জন্য।
আরও পড়ুন: অশ্রু