
গুলশান আরা রুবী
জীবন হেরে যায় মৃত্যুর কাছে ,
সুখ হেরে যায় দুখের কাছে।
ভালবাসা হেরে যায় অভিনয় কাছে ,
বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে।
যা হারিয়ে যায় তা আর ফিরে পাওয়া যায় না
জীবন মানে যন্ত্রণা নয় রে ফুলে বিছানা !
হাজারো কাঁটার আঘাত সয়ে যেতে হয়
অজানা পথের ঠিকানার সব সময়।
মরু বুকে হাজারো কষ্টের নদী বহে অবিরত
তবু জীবন সংগ্রাম ভুবনে এটাই বাস্তব চিত্রে পরিণত।
আরও পড়ুন: বেড়া উপজেলায় ৯ আগস্ট আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী