গুলশান আরা রুবী
আমায় যদি মুক্তি না দাও
তবে কেন যখন তখন আমায় কাঁদাও ।
তোমার ছেড়া বাঁধন নেবনা তুলে
যে পথে চোখ যায় সে পথে যাবো চলে ।
সে পথে চলতে যদি ঠাঁই না মিলে এই ধরনীতে
তোমার স্মৃতি যাবো ভুলে
এ পোড়া হৃদয়ে রাখবো না ধরে ব্যথাতুর অন্তরেতে।
নিবায়ে তোমার ঘরের আলো
আমি আধাঁরকে ভাসবো ভালো ।
এ জীবনে আলোর দেখা যদি না পাই
চলার পথে আমি আঁধারকে করবো সাথি ঠাঁই ।
যদি এ ভুবনে স্বপ্নের দেখা রাজ প্রাসাদ নাই মিলে
তবে দুঃখ নেই মোর জীবনে যদি আসে স্বপ্ন হয়ে স্মরণে গাঙচিলে।
আরও পড়ুন: কেন্দুয়ায় সার্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভা অনুষ্ঠিত