গুলশান আরা রুবী
বুকের জমানু কষ্ট গুলো
চোখে জলে ভাসিয়ে দেব ,
মন রাঙা প্রনয় ছড়িয়ে দেব
তোমার শাড়ির আঁচলে ।
আঁধারে সে কিরণ বিলিয়ে দেব
তোমার মনের মন্দিরে,
স্নিগ্ধ ভরা মনে রাঙিয়ে দিবো।
মুগ্ধ হয়ে প্রারান বাঁশি বাজাবে
তোমার বুকে মাথা রেখে,
বাঁকা টোটে রাঙা হাঁসি দিয়ে
রাঙাবো মধুর মায়ায়।
দুর দিগন্তে সুদূর সিমান্তরে
মায়া মাখা মুখ খানা দেখিব
মৃদ হাঁসির কোমল ছায়ায় ,
প্রান আমার দোলায় মাতাল
দুই জনে প্রেম সাগরের জোয়ায় হারাব
সুখে দুঃখে জীবন রাঙাবো।
অম্রীত মধুর বাহারে
ভরিয়ে নেবো মনের ক্ষুদা ,
ভাসিয়ে দেব সকল সুদা
মিস্টি আলোর মায়ার ছায়ায়।
আরও পড়ুন: বাউল সাধক উকিল মুন্সী